মরণ আমায় রাখিয়াছে ঘিরে,
মৃত্যুর দুয়ারে আমি যে আজ।
মৃত্যু অতি স্বনিকটে আধার কালো রাত!
মৃত্যু আমায় দিচ্ছে উকি করছে যে সাবধান!
আমিতো ভাই বেশ করছি না তো কর্ণপাত,
আমার মজে মুঝেছি আমি দুনিয়া যে করছি রাজ!
হকের পর হক করছি নষ্ট নাই যে কোনো অনুতাপ।
দুনিয়ার বুকে কত রাজ্য চালাই তবুও ভরছে না যে পেট,
মরনের কথা নাহি করিয়া স্মরণ গড়ছি অট্টালিকার রেশ।
ভাবিয়া তো দেখিনি কভু...
মনের পাখি যাইবে ছাড়ি, মনের খাচা ফেলিয়া!
মনের সুখে উড়াল দেবে দেহখানা রাখিয়া,
রইবে পরে নিথর দেহ খাটিয়ার উপর,
দেখবে আমার সুজন- স্বজন ঝড়াইবে অশ্রু জল।
কখনো কি দেখেছো ভাবিয়া চোখের পাতা গেলে বুঝিয়া,
আধার কবরে রাখিয়া আসিবে লইবে না যে আর খবর।
মৃত্যুর এই ক্লান্তি ক্ষণে বলছি সকলের তরে...
দুনিয়ার এই রঙের মাঝে দিওনা নিজেকে বিলাইয়া,
মৃত্যু তোমার আসিয়া যাইবে বুঝিয়া ওঠার আগে,
মরণের কথা রাখিও স্মরণ মরণ যে রাখিয়াছি ঘিরে।