ধরা আমায় মিথ্যে শেখায়, শেখায় হিংস্রতা!
স্বার্থের জন্য কর তুমি খুন, এ ধরার দেয়া শিক্ষা।
নিজের জন্য বাঁচো আগে, অপরকে দাও বলি।
তবেই পাইবে সুখ তুমি, ধরা হবে তোমার চরণ তলি।

ধরা আমায় মিথ্যা শেখায়, শেখায় স্বার্থের খেলা!
শিশু থেকে কৈশোর সবই চলে যেন এক নৈশর ভেলায়।
দিগ-হীনা গন্তব্যে যেন সকলের ছুটে চলা, এ যেন এক রূপক কাব্য ছড়া।
যেথায় সাপের চেয়েও বিষ মানুষেতে ভরা,
যারে ছোয়াও যেন এক মরণ মিলনের খেলা,
আমি হিংস্রতা দেখেছি বনের বাঘ এর দেখেছি কত জন্তুর,
তাদের চাইতেও মানুষ ভয়াল নাহি কোন সন্দেহের বিন্দু!

ধরা আমায় মিথ্যা শেখায়, শেখায় মিছে দুনিয়ার মায়া!
যাহার কোথায় শুরু কোথায় শেষ নাহি মোর জানা।
সুসময়ের ধরা যেন আজ হয়েছে ঘৃণা আর মৃত্যু পরীর ফাঁদ,
মিথ্যের জাল যেন সর্বোত্তই ছড়া ধোকাবাজি তার প্রাণ।
সত্য হারিয়েছে এই ধুধু মরীচিকার মাঝে,
হারিয়েছে তার লাজ!

হে তরুণ....
বলছি তোমায় হও জাগরুক তুমি,
সময় যে নাই বেশি মিথ্যে কে দাও বলি,
সকলের হাত সকলে ধরি মজবুত এক বন্ধন গড়ি,
আসুক যতই বাধা বিপত্তি বিসর্জন দিয়ে দাও,
মিথ্যা হিংস্রতার মিছে দুনিয়ার মায়া!
এসো সকলে মিলে গড়ি সুন্দর এক মমতার ছায়া।।