হে নব বীর হও আগুয়ান,
স্বৈরাচারীর বিরুদ্ধে তোলো কণ্ঠ আবার।
বাকশালীদের শিরক ভেঙে ফেলো ফের,
যদি চাও আবার গড়তে সোনার বাংলাদেশ।
হে নব বীর কেন আজ অন্তরালে?
বাহিরে আসিয়া দেখো আর্থনাতে কাটে দিন,
আহাজারিতে রয় মানুষ আমার করে না শব্দ টুকু।
ভয় মনে লারা দেয় হয় যদি অপরাধ দেয় যদি সাজা!
হে নব বীর ভয় কিসে তোমার?
ফিরে আনো অধিকার তোমার আমার,
যে অধিকারে পড়েছে থাবা হায়না- খেক শিয়ালের।
মুক্তির দার খুঁজে পেতে আজকের হাহাকার।
হে নববীর তুমি কি দেখনা?
কিছু অশিক্ষিত আজ ফেলেছে গিলে দেশ।
হাজার শিক্ষিত যুবক পড়েছে চাপ তাদের রসাতলে।
পঞ্চপান্ডব থেকে পুরনায় কেড়ে নিতে হবে অধিকার,
মুছে ফেলতে হবে লালসার বিষাক্ত ছোবল।
হাতে নাও মশাল জ্বালিয়ে দাও হিংসা-বিদ্বেষের রাজপ্রাসাদ!
যদি হয় কঠিন সাজা হয় যদি কারাগার!
তবুও অন্ধকার থেকে জাগিয়ে তোলো আলোর দার।
যদি হয়ে যায় ফাঁসি নিঝুম কোন রাতে,
তবুও আগামীর জন্য পথ রেখো খুলে।
সময়ের সমর গড়ো আবারো ফিরিয়ে আনতে অধিকার,
আগামীটা সুন্দর করে গড়তে হলে আজ না হয় দাও কিছু বলিদান!!