জন্ম
মৃত্যু
শুধু ফেলে যায় তীক্ষ্মচোখ
খরস্রোতা নদী
রোদের কলম
বাতাসের স্ত্রোত্রপাঠ
ঢেউয়ের গ্ৰাম
কাদামাটির হৃদয়
ফসলের শরীর
বীজতলা সংসার
মাটির সংস্কৃতি মরনের নীল আকাশ
দুঃখ এটুকু কিছুই দিতে পারি নাই
মা
স্বদেশ
পৃথিবীকে
নিয়েছি নিয়েই চলেছি আমৃত্যু
আমার মৃত্যুর পর যেন
নিজ পায়ে হেঁটে যেতে পারি
ততটুকু যাওয়া যায়
না হলে
ঘাস হয়ে জন্মাতে চাই
পৃথিবীর মাটি যতদূর
তোমাদের চরণগুলি রেখো শিহরে
লোড বড় বাঁচার
একটু কাছে পাওয়ার
হয়তো ফেরা হবে না আর
রেখো না দূরে পর করে
রেখো পুত্রকরে তোমাদের