পারি আমি সবই পারি!
আমি কষ্ট পেলেও হাসতে পারি
সুখের সময়ে কাঁদতে পারি,
আমি ঠাণ্ডা হলেও জ্বলতে পারি
আবার গরম সবও সইতে পারি।
পারি আমি সবই পারি!
আমি দুঃখেতে সুখ পাইতে পারি
কান্নার মাঝেও হাসতে পারি,
আমি সবাইকে সুখ দিতে পারি
আবার নিজেকেও পোড়াতে পারি।
পারি আমি সবই পারি!
আমি জলেতেও আগুন জ্বালতে পারি
আগুনেও জল ঢালতে পারি ,
আমি সমস্যা সমাধান করতে পারি
আবার ঝামেলাটাও বাঁধাতে পারি।
পারি আমি সবই পারি!
আমি চিরস্বরনীয় হতে পারি
কাল স্রোতেও মিশতে পারি ,
আমি সবার মাঝে থাকতে পারি
আবার নিজেকে লুকিয়েও রাখতে পারি।
পারি আমি সবই পারি!
আমি পাথর হয়েও থাকতে পারি
বরফের মতও গলতে পারি ,
আমি সবার জন্য সব করতে পারি
আবার পৃথিবীটাকেও ছাড়তে পারি।
পারি আমি সবই পারি!