সকাল থেকেই বসে ভাবি,
কী করবো আজ পোস্ট,
পুজোর দিনে কী লিখলে?
লাইক, কমেন্ট পাবো মোস্ট।
প্রেমের কবিতা, নাকি কোনো,
বীর শহীদের ছবি
কোনো কিছুই পাই না লেখার মতো,
বড্ড আমি কবি।
নতুন সাজে বন্ধুদের সাথে প্রতিমা দর্শন,
সে তো দেখছি করছে সবাই, কী আর নূতন।
প্রতি ঘন্টায় স্টেটাস আপডেট না দিলে,
অস্থির হয় চিত্ত
ভাববে সবাই ঘরকুনো হয়ে আছি বসে,
যেমন থাকি নিত্য।
মায়ের হরেক মৃন্ময়ী ছবি,
দিলে কেমন হয়?
ফেসবুক জুড়েই তা তো দেখি ,
ছড়িয়ে আছে সবসময়।
বড্ড বেশি দুশ্চিন্তায়,
কী আমি খুঁজে পাই,
কী আছে এমন লোভনীয় বিষয়,
যা সবাই পড়বে ভাই।
মহাষষ্ঠীর এই শুভ দিনে,
কী আর লিখি ভাই,
তার চেয়ে বরং পূজা মন্ডপে,
আড্ডা দিতে যাই।