চারদেয়ালে কাব্য লিখি
নিজের কথা নিজেই বলি
নিজের ঘরেই সবাই পর
মিছি মিছি শুধু নিজেকে ভাঙ্গি
আলোচনার ঘূর্ণিপাকে
মনকে দোটানায় টানি
সবাই তো বলে সব কথা
ভাবনা কাদের সঠিক বানী
মনের খেয়ালে মন চলে
কোনদিকে যে রবি
আর কোনদিকে যে শনি
কার কাছে যে মনের
একটি কথা বলি
সকলের মাঝে আছি তবু
মন তো জানে একা
পাশে কেউ নেই তো আমার
এটাই যা বাঁচোয়া
একলা বসে পরছি যে তাই
আমার শেষের কবিতা.....