. কবিতা- আজকের সমাজ
লেখক- সমরেশ নায়েক
শিক্ষার অগোচরে, দূর্নীতির কবলে পড়ে,
মানুষ হয়েছে অমানুষ;
মানুষের আচারণ, কেন হবে এমন?
মানুষ হয়েও আজ মানুষের নাই হুশ।
বাঙালি সেই অলস জাতি, নয়তো তারা প্রতিবাদি,
স্বার্থ লোভে নতশির ;
জুলুম অন্যায় যুদ্ধ, করে না তারা রুদ্ধ,
ছাড়ে না কভু নীড়।
মিথ্যা আজ সত্য হয়, মনুষ্যত্বের হয়েছে ক্ষয়,
যেন পশুর নামান্তর তারা;
মানুষ করে কতল, জ্বালায় তারা অনল,
দমাবে তাদের কারা?
মানুষে মানুষে দ্বন্দ্ব, হারায় আনন্দ,
সমাজে নাই শান্তি;
শোনে না কারো কথা, মানুষকে দেয় ব্যথা,
বুঝে না তাদের ভ্রান্তি।
জন্মসূত্রে হয়েছে ধনী, আছে তাদের টাকার খনি,
গরিবকে করে অপমান;
করে তারা উচু-নিচু, জন্মই কি সব কিছু?
সবার অধিকার সমান।
কিছু শিক্ষিত মূর্খ, মানুষকে দেয় দুঃখ,
বিধাতা করবে এর বিচার;
তারা মানুষকে দেখায় ভয়, করতে চায় জয়,
সমাজে করে পাপাচার।
তাদের নাই লাজ, শোষণ করে সকাল-সাঁঝ,
তারা মানুষ নামের জলাতঙ্ক;
চক্ষু তাদের অন্ধ, ঘুস করে না বন্ধ,
তারা জাতির কলঙ্ক।