দিবা নিশি একই কথা,
শুনাই লোকে - মনের ব্যথা।
স্বচ্ছ কলির ইতিকথা।

শৈশবে  - সাইকেল চাই,
কৈশোরে - বন্ধুদের সাথে খেলা চাই,
যৌবনে - প্রেম ভালোবাসা আর চাকরি চাই।

প্রৌঢ়ে  - সঞ্চয়ের সাথে সম্মান চাই,
অপরাহ্নে - নাম নাতির কীর্তন চাই,
সাঁঝের বেলা - নাতির হাতে বাতি চাই।

পতিত জমিটা ঘেরা আছে,
আম বাগানটা ওদের ভালো আছে,
তাদের পোলাটা ভালো রেজাল্ট ও করেছে !

তাদের ঘরে সুন্দর জামাই,
চাকরি পেয়েছে কানাই
আমার ঘরে আসন নাই।

ওদের বাড়ির মেঝে ভালো,
মোদের বাড়ির বৌমা কালো,
ঘরে কেন প্রদীপ জ্বালো ?

আমার নাই ওদের বেশি,
আমরা দুঃখী - ওরাই খুশি,
আমার অমাবস্যা - ওদেরটা শশী !

সবার থেকে বেশি চাই,
ওদের থেকে - যেন, একটু বেশি পাই।
প্রত্যাশা সকলের একই -  শুধু পার্থক্য ভাষা।

এই চিন্তায় শুকোচ্ছি,
থাকার সময়টা কমাচ্ছি,
হতাশায় ভুগছি !!

নয় কী  !!!