বাঙালির উৎসব - আজ পহেলা বৈশাখ,
বারোমাসের তেরো পার্বনের - মাছভাত আর সাথে শাক।
হাজার হাজার বছর পরেও - বাঙালি'র আয়োজন-অনুষ্ঠান কমেনি,
শত বাধাতে'ও - বাংলা "নববর্ষ বরণ" এর উৎসাহ দমেনি।

বছরের প্রথম দিন - শুভ বাংলার বর্ষবরণ, নতুন করে,
আনন্দবার্তা ছড়িয়ে পড়ে - সবার হৃদয়ের অন্তরে অন্তরে।
শত বিপত্তি সত্বেও - বাঙালি থাকে যুগ যুগ ধরে,
আসবে কবে বাংলা নববর্ষ - আনন্দে-উৎসাহে অপেক্ষা করে।

সবে মিলে করে আয়োজন - না রাখে কেউ প্রভেদ,
অসাম্প্রদায়িক এ' উৎসব সর্বজনীন - নেই কোনো ভেদাভেদ।
বসন্তের ফুরফুরে বাতাসের শেষে - অসহ্য গরম আর ঘর্মাক্ত দিন,
বাঙালি সংস্কৃতিতে, রবীন্দ্র-নজরুল নৃত্য-গীতে - শুরু হয় বর্ষবরণের শুভদিন।
  
এমনি করে আসুক এই দিন - বছরের পর বছর,
বিশ্বসমাজ আর বাংলার সংস্কৃতি  - হয়ে থাকুক সবুজে অমর।  
আনন্দে দিন কাটুক সবার - প্রতি বছর বার বার,
প্রার্থনা করি  - সবাই জয়ী হোন আর জয় হোক বাংলার !