কাঠে কিংবা বাঁশে যদি না করেন যত্ন,
পোকায় ধ্বংস - সব সম্পদ-রত্ন।
ভালোবাসা ও এমন একটি গুণ,
অবহেলায় লাগে ঘুন।
ভালবাসাহীন বুকে পাথর জমা হয়;
ভালোবাসা পেয়ে হৃদয় হালকা হয়।
যতই রাগ, বা যতই থাকুক ক্ষোভ,
ভুলিয়ে রাখে - ভালোবাসার লোভ।
ক'জন বড় হয়েছেন! ভালোবাসা না পেয়ে,
বাঁচতে হবে অনেকের দিকে চেয়ে।
ভালোবাসায় মানুষ যুগ যুগ বেঁচে রবে,
তাতে, না কেউ কষ্ট পাবে।
আপনাকে যিনি কষ্ট দিয়েছেন -
ভুলে যান তাঁকে।
হিংসা, লোভ, অভিমান ছেড়ে -
ভালোবাসতে হবে সবাইকে।
মৃত্যু অনিবার্য্য - চলে যেতে হবে সবাইকে;
এই কয়দিন; যদি না ভালোবাসেন কাউকে -
কেই বা মনে রাখবে আপনাকে ?
প্রশ করুন নিজেকে !
শত্রুমিত্র ভেদাভেদ নয় - ভালোবাসতে হবে সবাইকে........
## বাংলার বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গীকৃত। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে - সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।