গরিবের ঘরে জনম কিষান,
আর গরিবের ঘরে জওয়ান।
সুখ দুঃখে তাদের নেই মান-অভিমান,
সকল কাজে হয় আগুয়ান।
অক্লান্ত পরিশ্রমের ফল,
সুখাদ্য আর সুপেয় জল।
অলস আর অপদার্থ,
করে নষ্ট অর্থ আর পদার্থ।
ক্ষুধা এমন এক জ্বালা -
কখনো মুখ ও করে কালা।
এর মতো বাস্তব আর সত্য
খুঁজেও পাবে কী ! স্বর্গ কিংবা মর্ত্য !
কৃষক আমাদের অন্নদাতা,
এঁদের দিয়েছেন পরমপিতা।
এঁদের অন্ন খেয়ে বাঁচি,
এঁদের জন্য ইতিহাস রচি।
কৃষক থাকবে ততদিন,
মানুষ থাকবে যতদিন।
সকল কাজে হয় আগুয়ান,
জয় কিষান, জয় জওয়ান।