গ্রীষ্মের উষ্ণ তাপে -
কাজ করে মাথার ঘাম ঝরিয়ে,
শীতের কষ্ট ভুলে -
থাকে, বর্ষায় জলে দাঁড়িয়ে।
তবুও মুখে হাসি -
লেগে আছে সারাক্ষণ,
দেখে শস্য সবুজ ক্ষেত -
আর ফসলের আগমন।
জীবনের দিয়ে সমস্ত -
কৃষকের হয় অস্ত।
কৃষকের মতো বন্ধু আর নাই -
কৃষক আমার আপন ভাই।