কিষান দেখে স্বপ্ন - এবছর হয়েছে অনেক ফসল,
মহাজনকে শোধ করবে এবার সুদ সহ আসল।
ছেঁড়া মলিন গামছা তার আর আছে একটি কাপড়,
নতুন কাপড় কিনবে এবার কয়েক বছর পর।
সকাল হতেই মাঠে যায় - হাতে কাস্তে দড়ি নিয়ে,
গিন্নি তাঁর কাজের শেষে জলখাবার আসে দিয়ে।
এমনি করে এক-একটি দিন কাটে গ্রীষ্ম-বর্ষা-শীতের মাস,
খরিপ, রবি, আমন, বোরো - সারাবছরই করে চাষ।
বছর বছর দুঃখের মাঝে - সুখের ও স্বপ্ন দেখে,
শীতের দিনে ঝলক মারে - সর্ষে তেল মেখে।
আজ ধান কাটার পরে কিষানী যায় গরুগুলি নিয়ে মাঠে,
সবজির পসরা মাথায় করে কিষান যায় শুক্রবারের হাটে।
কিনবে জিনিস অনেক কিছু - বিক্রি করে তার সবজি,
দেরি করলে সন্ধ্যা হবে - তাই সস্তায় দিতেও রাজি।
সবাই চায় সস্তায় পেতে - নিজের লাভ যেন হয় বেশি,
কিষান চায় সস্তায় দিতে - সবাই পেয়ে হয় যেন খুশি।