আমি অবিরত ঝরি,
উঁচু থেকে নিচু গড়ি,
ঝুম ঝুম শব্দ আমার,
খোলাই ভালো, নিষ্প্রয়োজন জামার।
আমার হয় শুধু আলোচনা,
আমা বিনা একদিনও চলেনা,
দিনে রাতে সবুজে শ্যামলে
প্রয়োজন ডানবাম সব আমলে।
সেদিন পর্যন্ত একা ছিলাম,
বহুনামে বোতলে ভর্তি'ও হলাম,
রঙহীন থেকে রঙিন হয়ে,
চলি জীবনের গান গেয়ে।
বিশ্বে আমি একলাই একাদশ,
সকলেই আমার। আমাতে বস,
বছরের দুইমাস ভেরি সিরিয়াস,
জিনিয়াস (আমি) তাই জুনে ফেমাস।