সেজেছে প্রকৃতি  - আজ বড় সুন্দর;
হরিৎ বরণ শস্য ক্ষেতে - হাসির মেলায় ফুটছে ফুল,
নোলোকে রঙিন বিন্দিয়া - ঝুলছে কানে সোনার দুল।

গহীন মনে বাবুই বুনে - তাল বাগানে সাথীর ঘর;
বনের মাঝে উড়ছে সব - সাত রঙা আর পায়রা কত,
গাছের মাঝে দেখছি পড়ে -  রামধনুর সব তীর যত।

নীল আকাশের মাঝখানে ওই -  উড়ে যাচ্ছে শুভ্র তুলো;
এলো চুলের ভুলভালাইয়া আর  মেঘবালিকা চলছে যেন,
বর্ষা কথার গল্প শেষে - বৃষ্টিহীন ছুটছে কেন !

গরমের বিদায় শীতের আবাহনী আর পেঁয়াজ রসুন আলু মুলো;
নরম আলোয় করছে খেলা - প্রজাপতির দল ফুড়ুৎ ফুড়ুৎ,
তুলোর বোঝা মাথায় করে - কম্বল মহাশয়ের প্রবেশ, সুড়ুৎ সুড়ুৎ!