কান্নার কোনও সিন শ্যুট করার সময় -
কোনও দিনও অশ্বিনী গ্লিসারিন ব্যবহার করেনি।’’
শুনেছি - একবার তো পরিচালক ‘কাট’ বলে দিয়েছিলেন -
কিন্তু চরিত্রের সঙ্গে ও এতটাই একাত্ম হয়ে গিয়েছিলেন যে -
সেই চরিত্র থেকে বেরোতে পারেন নি,
তখন; সেটে উপস্থিত অন্যরা ওঁকে শান্ত করে।
বিরল প্রতিভা - মরাঠি নাটক ছাড়াও
বহু আঞ্চলিক ভাষায় মঞ্চে অভিনয়।
থিয়েটার, সিরিয়াল আর সিনেমা'র সাথে,
প্রিয় ভারতনাট্যম নৃত্যানুষ্ঠানের জন্য বিশ্বভ্রমণ।
অভিনয়ের পরেও ছিল আর একটি দিক -
নারী অধিকার ও পরিবেশ বিষয়ক বিভিন্ন আন্দোলনে;
সক্রিয় ভূমিকা নিতেন তিনি।
আজ অশ্বিনীর মৃত্যুতে শোকস্তব্ধ - তাঁর গুণমুগ্ধ সবাই।
জীবন রঙ্গমঞ্চকে করলেন চিরকালের জন্য টা-টা বাই।
নাচের অনুষ্ঠান তখন প্রায় শেষের দিকে।
আচমকা মঞ্চেই পড়ে গেলেন নৃত্যশিল্পী,
হাসপাতালে নিয়ে যাওয়ার আগে - সব শেষ!
বছর চুয়াল্লিশের শাস্ত্রীয় নৃত্যশিল্পী ও মরাঠি অভিনেত্রী -
অশ্বিনী একবোটে।
## বিশিষ্ট শাস্ত্রীয় নৃত্যশিল্পী ও মরাঠি অভিনেত্রী অশ্বিনী একবোটে'র বিস্ময়কর অভিনয় সমাপ্তি। পুনে শহরে এক নৃত্যানুষ্ঠানের শেষে মঞ্চে শিল্পী অশ্বিনী'র মৃত্যু মাত্র ৪৪ বছর বয়সে, গত ২২ শে অক্টোবর ২০১৬। তাঁর অকাল প্রয়ানে শোকস্তব্ধ পুনে, বলিউড এবং সমস্ত নাট্যজগৎ।
## অভিনেত্রী অশ্বিনী একবোটে'র প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।