এটিএম রয়েছে কলকাতায়,
টাকা বেরিয়ে গেলো চীন দেশে - দারুন এক কায়দায়,
সেটা আবার হয় কি করে - ডি-ডাং, ডি-ডাং, ড্যাং,
শুনেছিলাম আগে নাইজেরীয় গ্যাং - এখন উপদ্রব চীনা গ্যাং।
ফাইল রয়েছে - অফিসের কম্পিউটারে,
বাবু রয়েছেন নিশ্চিন্তে নিজের ঘরে,
গোপন পাসওয়ার্ডটি শুধু বাবু'র কাছে,
কিন্তু ফাইল চুরি গেছে - বাবু'র ছুটির ঠিক পিছে পিছে ।
আজ করলাম নতুন ফাইল - সেভ রয়েছে কম্পিউটারে,
কালকে দেখি করাপ্টেড এন্ড ভ্যানিশ - হলো কি করে !
এত্তসব মজার চুরি - জানতো কী আগে কেউ,
শুধু দুধ চুরি করতো - জানালা খোলা থাকলে, ম্যাউ।
প্রাচীন কালের চোরেরা খেতে পেতোনা,
বড় পরিবার, দিনে একবারও পেট ভরতো না,
কষ্ট করেও অনেক - সংসারের ঘানি টানা যেতোনা।
তা ছিল চুরির আসল কারণ - এটা সবারই জানা।
কর্মচারী ঘুষ খায় - রয়েছে এমন অনেকের নেশা,
বাড়ির লোকেদের কাছে সৎ অভিনয় - পেয়ে পকেটে ও পয়সা,
ভয়-ভক্তি, লোভে পড়ে - ভবিষ্যৎ নষ্ট করে,
নিয়ে যাচ্ছে সমাজটা পেছনে - স্বার্থের অন্ধকারে।
সমাজে এখন অনেক চোর - কে কাকে ধরে,
শুধু জানি একটা কথা - ঘুষখোরকে সবাই ঘৃণা করে,
ঘুষখোর বড় চোর - কে বোঝেনা এসব,
ঘুষ নেওয়া বা ঘুষ দেওয়া চলছে সমাজে - এখন এটাই বাস্তব।
চোরেরা এখন ভীষণ, ভীষণ - কর্মঠ,
জ্ঞানে গুনে বুদ্ধিমান - ভাইরাস ও হয়েছে বেশ সমর্থ,
হবে কী চোরের কোনো সংজ্ঞা'র পরিবর্তন,
নাহঃ এমনি চলতে থাকবে - ভাববো এটাই সভ্যতার বিবর্তন !