ভাবিনি, তোমার নিথর দেহ দেখবো একদিন,
জানতাম শুধু,  থাকবে আমার কাছে চিরদিন।
আসে পেরিয়ে মহরম - শত শীত গ্রীষ্ম বর্ষা,
দিন চলে যায়, থাকে যত অপূর্ণ আশা।

বুঝিনি আগে সাঙ্গ হবে সবার এই ভবের খেলা,
কর্মশেষে হারাবো সকলে এই নাটক মেলা।
যত আসে মহরম - তোমারি কথা পড়ে মনে,
তোমার স্মৃতিসুধা - আছে জমা হৃদয়ের কোনে।
  
হলো আজ বছর ছয় -
মহরম ও বেশ ঘুরে ঘুরে যায়,
তোমারি কথা হঠাৎ মনে পড়েছে,
অনেকদিন হলো তুমি নেই কাছে।

এই দিনটা, আমি কোনোদিন ভুলবোনা,
ইহলোকে থেকে - তা যতই পাই যন্ত্রনা।
তুমি থাকো সুখে - আছো এখন যেথায়,
তোমার আশীর্বানী নিয়ে আমি রইবো হেথায়।