পোশাক কেনার হিড়িক - চলেছে সবাই শহরে,
রংবাহারি ফ্যাশন ড্রেসের- শপিংমলে ঝিলিক মারে।
একটা কিনলে একটা ফ্রি - সাথে দুশো পয়েন্ট,
বারমুডার সাথে টি শার্ট ফ্রি - যদি করি কার্ডে পেমেন্ট।
শপিং মলের মজার বাজার - থাকে সারি সারি,
যেটা দেখি সেটাই পছন্দ - ট্রলিতে এক একটা ভরি।
এটা দেখি ওটা দেখি - দেখি টিপে পাকা কি কাঁচা!
পকেট খালি থাকলেও - এটিএম থাকলে যাবে বাঁচা।
চারিদিকে স্বাগত জানাতে - রয়েছে সেল'এ অনেক সুন্দরী,
বাছাইয়ের প্রয়োজনে তাদের - ফ্রিতে সাহায্য নিতে পারি।
অসম্ভব কে সম্ভব করেছে - এই সব ডিপার্টমেন্টাল স্টোর,
ট্যাঁকে - ব্যাংকে থাকলে টাকা - পছন্দতে হতে পারে ভোর।
শহর জুড়ে দেখছি উড়ে - শপিং মলের ফানুস,
ঝলকের জোরে এইসব বাজারে - মরছে সাধারণ মানুষ।
একটা কেনার জন্য গেলো - চারটা নিয়ে এলো,
প্রয়োজনের বেশি খরচ করে - পকেট ফাঁকা হলো।
আমরা সবাই বুঝি অনেক - হারতে চাইনা,
গ্রামের মুদি মাছি তাড়ায় - ফ্রিতে কিছু দেয় না।
ধারের খাতা উই কাটে - ছ'মাসেও কেউ শোধ দেয় না,
নামের লিস্টে ভরছে পাতা - বেতন পেলেও দেখা পায় না।
তবুও মুদি থাকেন আশায় - বিক্রি হবে তার পসার,
হাবু করিম নেবে তাদের - আগামী মাসের বাজার।
রাতের বেলা আট ঘন্টা - মলে' সাফাইয়ের কাজে যায়,
তবুও ওদের ছেলে দুটো - না খেয়ে স্কুলে যায়।
মুদি আমাদের চাল ডাল দেয় - না দিলেও নগদ টাকা,
শপিংমলে বাকি চলেনা - নইলে থাকবে থলি ফাঁকা।
মুদি ভাবে পড়শীর কথা - আমরা ভাবি রকমারি,
সন্তানকে মানুষ করা আর শপিংমলে কেনায় মরি।
ভবিষ্যতের ভাবনা ভাবি - তাই আমরা মানুষ,
আম-আদমি'র সচেতনতায় - ফুটো হবে রং বাহারির ফানুস।
তাদের জন্য ভাববো এবার - যাঁরা আমাদের খেয়াল করে,
শহুরে মরীচিকা উবে যাবে - হাসি ফিরবে মুদির দোকান ঘরে।