বিছানা ছাড়লে ভোরে - তাজা থাকে স্বাস্থ্য সর্বক্ষণ,
সকালের শুদ্ধ বাতাসে - চাঙ্গা করে শরীর মন।
শরীর সবল হলে - রোগ-জীবাণু বাস করেনা,
সকাল সকাল পদচারণা - বদলে দেয় ধ্যানধারণা।
আগে কি শুনেছেন ? বাতাস হয় বিষ !
সকালের বাতাস হতো মধুময় - জানতাম নির্বিষ।
দিনে দিনে বাড়ছে - রাস্তার ধারে স্তূপাকার আবর্জনা,
দুর্গন্ধে পথ চলা দায় - ইউনিয়নবাজি, কাজে মন দেয়না।
বেতন বাড়াও ! চারিদিকে শুধু চেঁচামিচি,
ওদের গাফিলতি, আমাদের নয় - চলে কথার চালবাজি।
বন্ধের দাপটে - বেড়ে চলেছে রোগের প্রকট,
শব মিছিল ছুটছে রাস্তায় - বায়ুর যানজট ।
হাজার হাজার মন আবর্জনা - একদিনে জমা নগরে,
অবহেলায় লেগেছে গ্রহণ - এই বিশ্বায়নের সংসারে।
ডেঙ্গুর দাপট যত - শুধু দোষ অকাল বর্ষণের !
হে রক্ষাকর্তা ! দুর্গন্ধের পরিত্রান হবে কবে এই নগরের।
দূষিত আজ অট্টালিকার মিছিল - দুর্গন্ধময় আর বিষাক্ত,
আজকাল করে, চলে যাচ্ছে দিন - কবে হবো শক্ত।
আমার নয়, তোমার কাজ - এভাবে কতদিন চলবে,
বিষ বাতাসের চারাগাছে - উত্তরসূরিরা কিভাবে বাঁচবে !