"স্বাধীনতা দিবস" কাকে বল্যে - লালুটা জাঁইথলনি,
মাস্টরমশই জিগসিতে - সে কইত্তে পারলনি।
সে জাঁয়ে - অনেকে ত অনেক কিছু জাঁয়েনি।
হৈছে কি - মাস্টর মশই দু' ঘা বেত চড়ি দিছে তার পিঠে,
তার বাবা "জগা" - সৌজিন্নে ইস্কুলে আসসে হিসাব লিতে,
কুন্ মাস্টর মারছে - আর কেনি সৌঠা জাঁইতে।
ইস্কুলে ত হুলুস্থুলু পঢ়িছে,
জগা'র হাতের কঁইচা ছড়ি টকামনে দেখত্যে পাইছে।
এবার কি হবে - সক্ক মাস্টর ও ভয় পাইছে।
তুমান্নে কি সৰু কুছু জাঁও?
লালুর বাবা সৰু মাস্টরকে জিগ্সাঠে,
ভয়ে সবু দাঁড়ি আছে - একাঠে।
কাই কওত; দশ কাঠা জমিতে হাল করতে,
বলদ গরুর "ক" ফেরা লাগ্যে ঘুরতে?
সক্ক জিনিস ঘুরিয়া ঘুরিয়া - একদিন বন্ধ করে থামা,
চাঁদ সূর্য আর পৃথিবী বন্ধ করেনি কেনি থামা?
এত্ত যদি জাঁও, বলোতো কবী বন্ধ হবে সূর্যের আলো?
নাহিলে হালের ছড়ি পঢ়বে - লাগবে একরকম ভালো।
অনেকে ত অনেক কিছু জাঁয়েনি -
তুমান্নে ও সব কুছু জাঁওনি -
তবে স্বাধীনতার জন্যি - গুঁড়া টকাকে এত পিটাপিটি কেনি !
** পশ্চিমবঙ্গের খেজুরী'র বাবা সাহেবের কোড়কোড়া অঞ্চলের আঞ্চলিক ভাষায় রচিত।