বাদল মেঘের ঘনঘটা - বর্ষা-বানের শেষ,
সবুজ চাদরে ভরা মাঠ - শেষের নাইকো লেশ,
চাষিবন্ধুর পচা ভাদ্রের শেষ !
শরৎ মানে - নতুন কাপড় জোড়া,
শরৎ মানে - খাওয়া আর ঘোরা,
শরৎ মানে - নৌকায় চড়া !
শরৎ মানে - শারদোৎসব,
শরৎ মানে - বাঙালির শ্রেষ্ঠ উৎসব,
শরৎ মানে - ভারতের প্রিয় নবরাত্র উৎসব !
শরৎ মানে - মিলনের মহামঞ্চ,
শরৎ মানে - জীবনের রঙ্গমঞ্চ,
শরৎ মানে - আনন্দ আর রোমাঞ্চ !
শরতের জন্যে - বছর বছর ধরে,
পয়সা জমায় চাষিবন্ধু - এক একটি করে,
অপেক্ষা - আবার আসবে শীত গ্রীষ্ম বর্ষার পরে !