আকাশ বাতাস জল আর মাটি,
পাহাড় পর্বত সমুদ্র মিলে - এই প্রকৃতি।
কোটি কোটি জীব করে আরামে বসবাস,
পৃথিবীর কোলে শুধু আলিঙ্গন আর আশ্বাস।
সকল জীবের শ্রেষ্ঠ হলো মনুষ্য জীবন,
জ্ঞানে গুনে পারদর্শী - প্রকৃতিই করেছে লালন।
দেখছি কত চোখ ভরে - পেয়েছি আলো বাতাস,
ফলে মূলে পেট ভরে - নিই আহ্লাদের শ্বাস।
শত শত জীব হারিয়ে যায় প্রতি বছর,
বিলীন আর মলিন - আজ বিশ্ব সংসার।
ধ্বংস করার ফাঁদ পেতে - শুধু উন্নতির মন্ত্রণা,
হিসেব করি না মোরা - ধরার কত যন্ত্রনা।