খারাপ লাগছে ভীষণ, কাজে মন নেই কোনো,
মনে পড়ে গেলো - আজ ২৭ শে জুলাই,
এক বছর আগে - ঠিক এমনি দিনে,
তুমি গিয়েছিলে মেঘালয়ের শিলং শহরে
বক্তব্য রাখতে - "বসবাসযোগ্য পৃথিবী" বিষয়ে..............
জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যাও -
কর্মই সব - কর্ম করে যাও, ফল একদিন পাবেই পাবে -
এমন উক্তি করে গেছেন অনেক মহান ব্যক্তি,
প্রমান করেছো তোমার জীবনে - এই সার কথা গুলো,
তাই রয়েছো তুমি - সবার স্মৃতি জড়িয়ে ......
তুমি জ্ঞানী, তুমি বিজ্ঞানী,
তোমার কথা - প্রত্যেক মানুষই এক একটি রত্ন,
গবেষণায় পাওয়া - বিপুল জনগোষ্ঠী মানে বিপুল স্বপ্ন,
মঙ্গলময়তার আলোয় করো জগত পূর্ণ,
হবে আমাদের শুধু খুঁজে নিতে - ক্ষতি হবে দেরিতে.........
জগতের মঙ্গলকামনায় নিবেদিত প্রাণ তুমি,
ছিলে অতি সাধারণ বেশে, ধনার্জন ছিলোনা তোমার নেশা,
করে গেছো দান জীবনের সব কিছু পাওয়া,
আলমারি ভরা বই আর পুরস্কার - এই ছিল সংগ্রহ
রেখে যাওনি আর কোনো পার্থিব সম্পদ তোমার বাড়িতে.........
আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম,
তোমায় জানাই সহস্র সেলাম ..............
জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মে নিয়োজিত প্রাণ - বিজ্ঞানী ড: আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম'কে শ্রদ্ধাজলি। জন্ম: ১৫ অক্টোবর ১৯৩১, মৃত্যু : ২৭ জুলাই ২০১৫। লহ প্রণাম।
রচনা:: মুম্বই, ২৭ শে জুলাই ২০১৬