একটু চলার পর - দাঁড়িয়ে পড়ে গাছের তলায়,
প্রখর উত্তাপে পা রাখা যায়না পিচরাস্তায়,
কালো দাগ পায়ের পাতায়,
তবুও লোকে যায় -
কাজের তাড়ায় ............
ঘর্মাক্ত গামছা দিয়ে বাতাস করে পথিক,
গাছের তলায় কয়েকটি কুকুর,
সবাই জিরিয়ে নেবার চেষ্টায়,
গরমে ক্লান্ত ক্ষুধায়.......
কাকের কা কা রব নেই,
কুকুরের ঘেউ ঘেউ নেই,
পথিকের ক্ষিদের জ্বালা নেই,
নিঝুম দুপুর বেলা, বাতাসের শোঁ শোঁ নেই ।
গরমে সব ভুলে গেছে,
আকাশ পানে সবাই চেয়ে আছে
অঝোরে কখন বৃষ্টি হবে,
এ ধরা শীতল হবে ...........
দেরি আর সহে না,
আর মনে হয় বাঁচা যাবে না,
চারিদিকে জলে জলময় - হয়ে যাক একাকার,
দেরি আর করোনা - ওগো বৃষ্টি তুমি এসো একবার ........