গতকাল থেকে না রাখি আনন্দ ধরে,
পূর্ব পুরুষ বেঁচে রবে বংশ বিস্তারে,
পুত্র সন্তানের জনক - বধাই দেয় সব আমারে,
উত্তর পুরুষের জন্মে আলোকিত ঘরে।
বাঁচবে সমাজ - বাঁচবে সংস্কৃতি,
বাঁচবে স্বজন - কমবে ভীতি,
বাঁচার আনন্দ - বড়োই আনন্দ,
প্রকৃতি দূষণে - সবই নিরানন্দ।
চাই আরো, বাড়ছে ক্ষুধা - যত না পাওয়া,
হচ্ছে উধাও সবুজ শীতল ধরণীর হাওয়া।
দূষণে আজ প্রকৃতি অতিষ্ঠ,
আমাদের ভুলে পৃথিবীতে আজ যত কষ্ট।
যত অনাচার, অনাসৃষ্টি - মানুষই তৈরী করে,
সমাজ সংস্কৃতি বাঁচে - মানুষেরই উ'পরে,
করিনা কেন বৃক্ষরোপন এই ধরণী'পরে,
অন্তত প্রত্যেকে পাঁচটা - প্রতি বছরে।