20 ডিসেম্বর 2020;; 13:44
.
চিতার দিকে তাকিয়ে আমি লজ্জা পাই
জীবন্ত লাশ দেখে কেঁপে উঠে হৃদয়,
নোনা জলের জন্মভূমিতে জন্ম নিয়ে দেখি
অবরুদ্ধ সুগন্ধি মাখা স্নেহ মমতার পথ।
.
মাথা মাতাল করে রাখা স্বপ্নে
প্রতিদন্দ্বী রুটি ও অণু'র অনুকম্পা
এভাবেই দিগন্তের নীচে অসহায় রাত্রিদিন
প্রত্যেকের নিজের মতো স্থানান্তর দেখি।
.
অসহায় সময়ের প্রতিবাদী কন্ঠনালীর
আনমনে ফিসফিস করে উঠা শব্দ কণিকা
ধারালো ছুরির আঘাতে ছিদ্র করে হৃদয়
নিজের শব্দে নিজেই আশ্চর্য হই।
.
প্রেম কি আমার জন্য সহজ?
অথচ সভ্যতা শান্তিতে বিশ্রাম নেয়
প্রিয় নাভীমুলে মুখ রেখে ঘুমিয়ে পড়ে
অসংখ্য নামের অসংখ্য মানুষ।
.
আর আমি পাথর রূপান্তরের আশায়
আপন উষ্ণতায় পাঁজরের ভাঁজে রেখে প্রেম
হেঁটে যাই এক চিতা থেকে অন্য চিতায়
সমান্তরাল ভাবে ধেয়ে আসে অন্ধকার।
.
সভ্যতা আমাকে ভেঙ্গে নিশ্চিহ্ন করে দিতে চায়
তৎক্ষণাৎ মোমবাতির মতো ক্ষীণ আলোয়
জেগে উঠে জ্ঞান এবং অণু
জানানদেয় মানুষের একটিই জীবন।