19 ডিসেম্বর 2020;16:27
.
অণু ছাড়া পৃথিবীটা বায়ু শূণ্য,
নিথর নিরস পাথর-
প্রাণহীন জলহীল স্থবির মহাশূণ্যে
গন্তব্যহীন ভেসে থাকা।
.
অণু ছাড়া পৃথিবীটা বর্ণহীন,
গন্ধহীন শব্দহীন বিভৎস আঁধারে-
অ্যানসমিয়ায় আক্রান্ত যেন
অসার মনের নিস্তেজ শরীর।
.
অণু সার্বজনীন সুখের আধার,
স্নেহময়ী মা মর্তের ভূমি-
আলো, বায়ু, জল
প্রেমিকা রূপে প্রাণের সত্তা।
.
অণু শুধু নারী'ই নয়,
সভ্যতার মায়া মহামায়া
অব্যয় অক্ষয় মানবীকতায়
স্বর্গের ত্রিনয়না দেবী।
.