23 ডিসেম্বর 2020;13:54
.
আর ক'দিন বাদে কুয়াশা কেটে গেলে
আসবে নতুন ভোর
নতুন সুর্যোদয়ে ফুটবে পলাশ
অণু'র ঠোঁটের মতো টুকটুকে লাল
দূর্বা ঘাসের বুকে জমবে প্রেম
সবুজ-
ঘাঢ় সবুজ।  

সংসদ আঙ্গিনায়
সবুজ শ্যামল কৃষ্ণচূড়া গুলো
বসন্তের অভ্যর্থনায় লজ্জাবর্ণ হবে
অণু'র ঠোঁটে লিপষ্টিকের পলাশী প্রলেপ
নিঃসঙ্গ স্বপ্ন হবে আমার।

রমনার বকুলেরা আরো সবুজ হলে
আগমনী বসন্তের অজানা উন্মাদনায়
বাগানের ফুলেরা আত্মহুতি দিয়ে
ঘ্রাণ ছড়াবে যৌবনের,
যৌবনের মাতাল ঘ্রাণে
অণু'র উড়নচন্ডি মনের শিহরিত অনুভবে
কাজল কালো চোখ গুলো
কোকিল হবে।

মনের সীমাহীন নীল দিগন্তে উড়তে উড়তে
ভালোবাসার শাখা প্রশাখায় বসে
নিমন্ত্রণ জানাবে বসন্তের।
খোপায় ভালোবাসার কবিতা গুজে দিয়ে
শিশির ভেজা বুকের উষ্ণ চঞ্চলতায়
আমি অভিনন্দিত চুম্বন এঁকে
অণু'র ব্যকুল ঠোঁটের ভাঁজে ভাঁজে
বলে দিবো স্বাগত বসন্ত।