2 ডিসেম্বর 2020;19:13
.
সুগন্ধি বকুলের ব্যথা আত্মায় স্থির হয়ে রয়
সূর্যের মতো জ্বলে আমার ভিতর বাহির
সভ্যতার প্রকাশ্য দোষ কাঁধে তুলে
উপাসনার মতো ভিক্ষা করি অণু'র প্রেম।
.
বেরিয়ে আসা চোখের জল গর্বিত হয়
অশ্রু প্রবাহিত পথে শপথ নিয়ে বলে
দুঃখ ভেঙে যাওয়ার দরকার নেই
অণু'র সুখের দিনরাত দীর্ঘতর হোক।
.
স্বপ্ন গুলো ব্যথায় লুকিয়ে গেলেও
নীরবে কেঁদে উঠে মন
অণু'র অদেখা চোখে আমার অশ্রুজল
ভালোবাসায় প্রেম জমায় বুকে।
.
হয়তো সভ্যতা একদিন নিরাময় হবে
অন্তর আত্মার ইচ্ছে ফলাতে
আপন ইচ্ছায় ধুয়ে দিবে
প্রেমিকের মুখের ক্লান্তি অশ্রু বেদনা।
.
অন্ধকারাছন্ন সমাজের নগ্নতা ঢেকে
অতৃপ্ত আত্মার অশ্রু ধুয়ে দিতে
আলোকিত আকাশের মেঘ থেকে
এক পশলা শীতল বৃষ্টি চাই।