20 জুলাই 2020; 14:03
.
সভ্যতায় দরিদ্রতম ভুল-
ভালোবাসি শব্দে ফুল ও তেতুঁল,
তেতুঁলেই স্নেহ; তেতুঁলেই প্রেম-
তেতুঁলেই বিরহব্যাথা; প্রকাশিত ফূল,
ইন্দ্রিয়ের জ্ঞাতসারে ব্যার্থ প্রলাপ।
.
জল উঠা জ্বিহ্বায়-
স্বাদের বাহিরে স্বাদ নেয়,
দেখিনিতো আনন্দ অগ্রাহ্য করে-
তাচ্ছিল্যের তুচ্ছতায় লভিয়েছে প্রেম,
মৃত ফুলের সৌন্দর্য্যে।
.
বিরহ কবিতা পড়ি-
হতবাক হই কবিদের লিপ্সার দৌড়াত্মে,
ষোড়শীর শরীরকে কতভাবে সাজিয়ে,
রেখেছিলো ফুলদানীর পাটাতনে-
উপরে সাজানো ফুল, প্রেম।
.
এত সহজ নয়-
ষোড়শীর প্রেমে বিরহ নেই,
কবির কবিতায় ষোড়শীর বিরহ,
সে এক ভোগ বিলাসী তেতুঁল-
অন্ধকারে আত্মহত্যা করা কোন জুঁই।
.
অণু তোমার মানবীয় গুণ
আজন্মের প্রেম; সগর্ব ভালোবাসা-
আমার মোহ নেই; ব্যার্থতাও নেই,
তোমার সৌন্দর্য্যের বাহার; প্রকৃতির-
চরাচরে চাই মানবীয় স্নেহ।
.
ভোগ কিংবা উপভোগে প্রেম নেই,
সে স্বপ্নের দানব আমি নই-
চাই অণু হবে জগতের,
সমৃদ্ধ স্নেহে যার সকল সন্তান;
শ্রদ্ধায় শেখাও ইন্দ্রিয়ের স্থিতি।
.
অবিনশ্বর আত্মায় তোমার বসবাস চাই
নশ্বর শরীরে সঙ্গমহীনতায়-
আমার কোন বিরহ নেই,
অণু তেতুঁল নয়; ফুল-
আমার; সকলের।