23 জানুয়ারি 2021; 19:36
.
মৃত্যুর আগেই মৃত্যু গুলো
এক এক করে ঝরে পরে কবিতায়
তূমি কি মৃত্যুর নাম জানো, অণু ?
কবিতার দুটো লাইন শুনেই
একজন যুবক মাথা চুলকিয়ে বললেন
মৃত্যুর নাম প্রেম, ভালোবাসা।
কথাটা কেড়ে নিয়ে একজন ফুল ব্যবসায়ী বললেন,
মৃত্যুর নাম গোলাপ জবা হাসনাহেনা জুঁই পলাশ,
একজন মনোবিজ্ঞানী বললেন;
মৃত্যুর নাম নিয়ন্রনহীন আবেগ অন্তর দীর্ঘশ্বাস।
একজন দার্শনিক বললেন
মৃত্যুর নাম সময় ও স্মৃতি
একজন কবি ঘাড় কাত করে বললেন বললেন
মৃত্যুর নাম বর্ণিল বসন্তে অনুভব শূণ্য জীবিত মানুষ।
একজন বয়স্ক লোক কাশতে কাশতে বললেন
মৃত্যুর নাম সংসার
একজন জেল সুপার শুনে বললেন
মৃত্যুর নাম অপরাধ, সন্ত্রাস
একজন বিপ্লবী দেশ প্রেমিক বললেন
মৃত্যুর নাম পরাধীনতা
একজন শিক্ষক বলে উঠলেন
মৃত্যুর নাম মূর্খতা
একজন রাজনীতিবিদ বললেন
মৃত্যুর নাম অপরাজনীতি
একজন ধার্মিক ব্রাহ্মণ বললেন
স্বধর্ম ত্যাগের নামই মৃত্যু
একজন রাষ্ট্র নায়ক বললেন
নির্বাচনে দলীয় পরাজয়ের নাম মৃত্যু
একজন ডাক্তার গম্ভীর ভাবে বললেন
মাধকের অপর নাম মৃত্যু
একজন সমাজ বিজ্ঞানী বললেন
সামাজিক বৈষম্যের নাম মৃত্যু
একজন বিচারক বললেন
ন্যায় বিচারে ব্যর্থতার নাম মৃত্যু
একজন আইনজীবী চশমা কপালে তুলে বললেন
আইনের অপপ্রয়োগের নাম মৃত্যু
একজন গায়ক বলেলেন
সংগীত হীন জীবনের নাম মৃত্যু
একজন পরিবেশ বিজ্ঞানী বললেন
অপরিকল্পিত শিল্প স্থাপনের নাম মৃত্যু
হুট করে একজন তরুণ বলে উঠলো
স্বপ্ন শূণ্য জীবিত মানুষের নাম মৃত্যু।
এভাবেই মৃত্যুর আগে মৃত্যু গুলো
এক এক করে ঝরে পরে কবিতায়
তূমি কি মৃত্যুর নাম জানো, অণু ?
তবে কি তুমিই আমার মৃত্যুর নাম?
অণু মৃদু হেসে বললো, ওসব কিছু নয়
মৃত্যুর আসল নাম বেকারত্ব।