13 নভেম্বর 2020; 00:10am
.
আমি যেখানে কষ্ট পাই অণু
বারবার সেখানেই ফিরে আসি
অথচ তুমিই স্নেহের অফুরন্ত ভান্ডার
শুধু দূর থেকে বলি ভালোবাসি।
.
ব্যস্ততার পাহাড় ঠেলে দিনরাত
স্বস্তির নিঃশ্বাসে নির্মল অক্সিজেন চাই
জঞ্জাল জলাতঙ্ক সবই অঢেল থাকে
মেধার ভিড়ে ভালোবাসা নাই।
.
কষ্টি ঘষে স্বর্ণ যাচাই যখন যাহার চাই
দিন মাস বছর ধরে স্বর্ণই বাহাদুর
শেষে বিশ্রামে বাহাদুরী ফলাতে এসে
ভুলগুলো উঠে হেসে জীবন সমুদ্দুর।
.
সকল ঠিকানায় অসীম রেখা টেনে
আপন সীমানায় আঁধারে বন্দি
ভুলের বাগানে ছড়িয়ে ফুলের সুবাস
অণু'র অনুকম্পার খুঁজি ফন্দি।