04 আগষ্ট 2020; 23:11
.
নি:শব্দে কথা বলি জীবনের সাথে
অপ্রকাশ্য ভাষায় লুক্কায়িত মনে,
ভুল থেকে তুলে নেয়া শিক্ষার মতো
মুহুর্তগুলো বুকে নিয়ে এগিয়ে চলা।
.
নিজস্ব উপায়ে জীবনের মুহুর্তগুলি চাই
এমনকি ভালো বা মন্দ মুহুর্তগুলোও,
আনন্দ অশ্রু কিংবা দু:খের সাথে
অবয়বে চাই অনুভুতির ছাপ।
.
স্মৃতিময় আনন্দ বেদনার মুহুর্তগুলি
অনুভুতিতে থেকে যায় গভীর আত্মায়,
স্বপ্নের মধ্যে বহুবার দেখা অণু-
মনের চোখে অন্তরভুক্ত এখনও।
.
বিস্মৃত হয়ে অণু’কে ছেড়ে যাইনি
পরিস্কার আত্মায় মিথ্যাকে প্রশ্রয় দিয়ে,
ভয়ের ভাবনায় পালিয়ে গিয়ে-
মন খারাপের কারন হইনি অবেলায়।
.
তাঁর ভালোবাসার প্রতিদানে
চলেছি জীবনের অসমাপ্ত পথ,
নিজের মতো করে হাসি কান্নায়
মনে রেখেছি সভ্যতার ক্রিয়াকর্ম।
.
ধৈর্য ও আশার স্বপ্ন জড়িয়ে রাখতে
আগামীতে বিশ্বাস রেখেছি অনুশোচনাহীন,
জীবন জঞ্জালমুক্ত নয় জেনেও
প্রত্যাশায় অসময়ের একটু বিরতি।
.
পরমাত্মার কষ্টময় কর্মগুলো পার হতে
বিশ্বাস এবং মানবীয় সৌন্দর্য্যে,
অণু’কে বিজয়ী করতে-
নিরলস সময়ের একটি পূণ্য চাই।