শনিবার, 6 ফেব্রুয়ারি 2021, 00:45
.
আগামী ভালোবাসা দিবসে
তোমাকে ভালোবাসা দিবো অণু,
কিন্ত কি করে দিই,
শব্দের ভিতর ভালোবাসা খুঁজে দেখি
ভয়ঙ্কর বিষধর সাপ, অভিশাপ-
জগতে সভ্যতায় মানবিকতায়।
শব্দের ভিতর ভালোবাসা খুঁজে দেখি
ভয়ঙ্কর ক্ষয়, অবক্ষয়-
নীতি নৈতিকতা ধর্মে।
.
আগামী ভালোবাসা দিবসে
তোমাকে ভালোবাসা দিবো অণু,
কিন্ত কি করে দিই,
শব্দের ভিতর ভালোবাসা খুঁজে দেখি
ভয়ঙ্কর মিল, অমিলে-
আদর্শ, যুক্তি, মুক্তির।
শব্দের ভিতর ভালোবাসা খুঁজে দেখি
ভয়ঙ্কর দুর্দিন, দ্বীন হীন;
জরাগ্রস্ত মানুষের বিবেক।
.
আগামী ভালোবাসা দিবসে
তোমাকে ভালোবাসা দিবো অণু,
কিন্ত কি করে দিই,
শব্দের ভিতর ভালোবাসা খুঁজে দেখি
ভয়ঙ্কর লুন্টন, বন্টনে-
শিক্ষা কর্ম প্রতিকারে।
শব্দের ভিতর ভালোবাসা খুঁজে দেখি
ভয়ঙ্কর ক্ষমতা, অক্ষমতায়-
সমতা, সত্য, সংবাদ, শাসনে।
.
আগামী ভালোবাসা দিবসে
তোমাকে ভালোবাসা দিবো অণু,
কিন্ত কি করে দিই,
শব্দের ভিতর ভালোবাসা খুঁজে দেখি
ভয়ঙ্কর সম্মান, অসম্মানে -
নারী-শিশু, বার্ধক্য-লিংগে।
শব্দের ভিতর ভালোবাসা খুঁজে দেখি
ভয়ঙ্কর স্বাধীনতা, পরাধীনতায়-
শব্দ, লিপি,  শ্রেণিবিন্যসে।
.
আগামী ভালোবাসা দিবসে
তোমাকে ভালোবাসা দিবো অণু,
কিন্ত কি করে দিই,
শব্দের ভিতর ভালোবাসা খুঁজে দেখি
ভয়ঙ্কর জয় উল্লাস, পরাজয়ে-
শক্তি, সামর্থ, জ্ঞানের।
শব্দের ভিতর ভালোবাসা খুঁজে দেখি
ভয়ঙ্কর প্রেম, সর্বনাশা-
স্বার্থ, সুযোগ, যৌবনের।
.
আগামী ভালোবাসা দিবসে
তোমাকে ভালোবাসা দিবো অণু,
কিন্ত কি করে দিই,
শব্দের ভিতর ভালোবাসা খুঁজে দেখি
ভয়ঙ্কর সর্বনাশা, আশা-
প্রেম, স্নেহ, শ্রদ্ধা, ভালোবাসা।
.
তবুও ভালোবাসা দিবো অণু,
শব্দের ভিতর খুঁটে খুঁজে দেখি
তোমার অনুকম্পায়
নিরীহ নিরস্ত্র সাদা স্বচ্ছ আলো
মোহহীন নির্লোভ নিস্ফলা নিস্বার্থ দানে
বসন্ত বাতাসে এটুকুই রেখে যাবো ধরায়।