21 জুলাই 2020; 15:43
প্রেমের শীতল শিখা হৃদয় স্পর্শ করে
উত্তপ্ত আত্মায় পরিবর্তন করে মানুষের মন,
গ্রীষ্মের বরফের মতো দয়াবান শীতলতায়-
মুছে দেয় জীবনের ত্রুটি ও ক্রোধ।
প্রেমের প্রখরতা দৃষ্টিতে মেলে ধরে সভ্যতার জঞ্জাল
প্রথম শিক্ষকের মতো হৃদয়ে বুনে আলোর বীজ,
ভালোবাসা বেদনাদায়ক হলেও; সাম্যতায়-
আলোকিত করে অন্ধকার জগতের প্রাণ।
প্রেম নিজেকে পরিবর্তন করে আত্মত্যাগী করে তোলে
ধ্বংসের উঠোনে সৃষ্টিকে পৃথক করতে শেখায়,
ভালোবাসা ভুল হলেও অমূলক নয়-
অজানা কারণ শূণ্যতায় ভেসে বেড়ায়।
আমাদের জানা অজানায়-
প্রেম সবচেয়ে বড় ঋণ মানুষের,
প্রেমের চেয়ে মহৎ কিছু নেই অণু-
নেই কিছুই, এত চিরতরে গভীর।।