17 আগষ্ট 2020; 01:15
.
আত্মায় নিঃসঙ্গতার চিহ্নগুলো জমা রেখে
ঘৃণার রাতগুলো একের পর এক চলে যায়,
আর তোমার কন্ঠ শুনতে পাই বদ্ধ দেয়ালে
হারিয়ে গেলেও তোমাকে অনুভব করি অণু।
.
আমি তোমার মানবীয় শব্দ স্নেহের কাঙাল
ফিরে এসো বিশ্বাসঘাতকতার শব্দগুলো হত্যা করি,
আমার ভেঙ্গেপরা মনে তোমার আলতো স্নেহগুলো
জড়িয়ে ধরুক আমাদের অসম্পূর্ণ সুখের প্রতিশ্রুতি।
.
যদি পদতলে পিষ্ট করো আমার ঘৃণাময় রাত
অথবা নির্জন রাতের অন্ধকার ও নিদ্রাহীনতা,
কঙ্করময় পথ হলেও আমাদের পদক্ষেপের নীচে
মিলিয়ে যাবে জীবনের যতো গোলকধাঁধা।
.
শিরায় রাখা স্নেহের অনুভবগুলো ভুলতে গিয়ে
চোখের পলক বারবার খুলে দেয় তোমার অবয়ব
আর তোমার ভালোবাসার মায়াবী স্নেহের টানে
আমাকে জ্বলন্ত আগুনে ফেলে ঢেলে দেয় বিষ।
.
দিন শেষে সূর্য্ যখন ঘুমিয়ে পড়ে পশ্চিম আকাশে
রাতের নিরবতায় লুকিয়ে থাকা লম্পট ব্যথাগুলো,
ছিঁড়ে খুঁড়ে খায় আমার অনুভব অনুভুতির হাঁড়মাংস
অথচ অচ্ছুত আনন্দের গভীরে তোমাকেই ভালোবাসি।
.
দ্যাখো স্বপ্নময় আশাগুলো হৃদয় ছিঁড়ে এখনও তরুণ
হৃদয়ের উপর কেমন আলোকিত বৃত্ত তৈরী করে,
প্রাণের চতুর্দিকে ছড়িয়ে দেয় তোমার অনুকম্পা
তাই তোমার জন্য সমস্ত দরজা খোলা রেখেছি।
.
তুমি জীবনের উত্তেজনা বিবর্তনে জয়ী নায়িকা
নিঃশ্বাসের সাথে মনমন্দিরের স্পন্দন গুলো তোমার,
পৃথিবীর সমস্ত বাতাস তোমার ছায়ায় কেঁপে উঠে
তোমার অভিশাপ, ত্যগ, মায়া আমার কাছে রহস্য।
.
হয়তো জীবনে অকারনেই সংযোগ হয়েছিলো অণু
যদিও সবাই জীবনে নিয়তিবদ্ধ তবু জীবনই শান্তি,
সেখানেই আমি অশ্রু দিয়ে জীবন শুরু করেছিলাম
আর অনন্তকালীন হৃদয়ে রেখেছি তোমাকেই।
.
আলিঙ্গনের হাত প্রসারিত দেখার অপেক্ষায়
ক্ষমার দোরগোড়ায় হাঁটু গেড়ে বসে আছি আজও,
রাতগুলি অন্তহীন একাকীত্বের চিহ্ন রেখে য়ায়
যদি পারো বোধের পথ বেছে নিও অণু ।