11 আগষ্ট 2020; 01:24
.
সকল ফুলের সুগন্ধির চেয়ে
অণু’র গন্ধ আরও বেশি কাঙ্ক্ষিত,
আমি খুঁজে বেড়াই বেলির পরতে পরতে-
অপেক্ষারত অণু’র সুগন্ধি সাগর।
.
বেলির পাপড়িগুলো সুগন্ধির ঢেউ তোলে
তার চেয়েও ঢের বেশি পরিপক্ষ; নতুন-
আমার প্রেমময় ভালোবাসার খুশিতে,
সর্বাধিক আবেগী মধুচক্রি অণু।
.
গহিন মনে জয়নুল দুর্ভিক্ষের ছবি আঁকে
সফেদ সাদা রঙে আত্মার অথৈ গভীরে-
স্নিগ্ধ মায়াবী চাঁদ হয়ে ফোটে অণুবেলি,
মন মননে সুগন্ধি পাপড়ি ছড়ায়।