12 ডিসেম্বর 2020;19:09
.
ডিসেম্বর আসলেই বাংলায় আসি
আমার পঞ্চান্ন হাজার পাঁচশত আটানব্বই বর্গ মাইল
ভালোবাসায় সিক্ত হই
পতাকা জড়ানো গায়, খালি পায়
আমি স্বাধীনতার প্রতীক; সমর-
বাংলার বিবস্র ষোল'ই ডিসেম্বর।
.
ঊনপঞ্চাশ বার বাংলায় এসেছি
এখনও অপ্রাপ্ত আমি
অসহায়, নগ্ন, খালি পা'য়
যদিও আসার দিনটিকে শ্রদ্ধা জানাতে
শহীদ সন্তান বীর সেনানী সাধারণ জনতার হাতে
অজস্র গোলাপ আত্মহুতি দেয়
বাজে বিউগলের করুন সুর।
.
তবু আজও অণু'কে সম্ভ্রম দিতে পারিনি
নিজস্ব সীমানা দিয়ে
ভাষার বন্দিত্ব থেকে মুক্ত করলেও
মানচিত্র আর লাল সবুজের পতাকা
স্বাধীনতার পূর্ণ স্বাদ দিতে পারেনি।
.
আর কতবার আসতে হবে ?
আর কতবার আসার পর
বাহাত্তরের সংবিধান বিধান হবে
বিশ্বজিত অভিজিত তসলিমারা মুক্ত হবে
ভাস্কর্য  শ্রদ্ধা স্মৃতি আর শিল্পের নিদর্শন হবে
ভাগ্যাহত তনুরা আমার বোন হবে
লাল সবুজের স্বাধীন পতাকা
বঙ্গবন্ধুর সাত'ই মার্চের ভাষণ হবে।
.
তবু আমি আসতেই থাকবো
পৃথিবীর জীবদ্দশায় অগণিত অজস্র বার
আমার রোপণ করে যাওয়া মানবতায়
একদিন সাম্য শান্তি ধর্মনিরপেক্ষতা উপযুক্ত হবে।
.
আমি তখনও আসবো
যখন আর ধর্ষিত হবে না তনু নামের পতাকা
পশুপাখিদের মতো নিরাপদ হবে মানুষের কন্ঠস্বর
প্রাণীদের স্বাভাবিক মৃত্যু নিশ্চিত হবে
আসবোই আমি স্বাধীনতার প্রতীক; সমর- বাংলার ষোল'ই ডিসেম্বর।


[  ]