দীপাবলির আলোর ফোয়ারা
সারা আকাশ জুড়ে
বিন্দু বিন্দু দীপের শিখা
আসছে আকাশ ফুঁড়ে
মিটিমিটি হাসে জোনাকী
তার অণু আলো দিয়ে
বলে আমি তোমারই প্রতিভূ
তোমারই দীপ্তি নিয়ে
যত তারা পড়েছে খসে
তোমার আঁচল থেকে
করেছি জড়ো তাদেরই আলো
এক জায়গায় দেহের খাঁচায়
আমার ছোট্ট বুুকে
সেই বার্ত্তাই দিলাম তোমায়
আমার দীপ্ত শিখায়
তামসী হয়েছে তমোজ্যোতিস্
বিন্দু আলোর ফোঁটায়
-------------------