শ্রাবণ এল ঐ,বরিষণ এল ঐ
          গড় গড় ঐ মেঘ গর্জ্জনে আকাশ কাঁপে ঐ
          পথ,মাঠ,ঘাট,অঙ্গন সব জল করে থৈ থৈ
          উদ্বেল হল,দীঘির জলে,শিঙ্গি মাগুর কৈ
                        শ্রাবণ এল ঐ
          শ্রাবণের ধারায় বাজে, মেঘ-মল্লার রাগ
          বজ্রনিনাদ সংগত দেয় ,তাকুর তাকুর তাক্
          ঢিমিক্ ঢিমিক্ তাল ঠুকে,নাচে ধরিত্রী ঐ
          ময়ূর শিখিপাখা মেলে,নাচে তা থা থৈ
                         শ্রাবণ এল ঐ
          গুরু গুরু গুরু ছন্দে বাজে,বাদল মেঘের মাদল
          চকিত আলোর ঝলকানিতে,মনে লাগে হিল্লোল
          স্মৃতির ছবি ভিড় করে আসে,হাত ধরাধরি করে
           মনের আবেগ,মনের বীণা,বাজে নতুন সুরে
           ছন্দে ছন্দে,তালে তালে নেচে,স্বাগত জানাই
                          তোমায় স্বাগত জানাই।
         _________________________
              "বরষার আয়োজন"

   বিঃ দ্রঃ-বরষার আয়োজন এই আহ্বানে এই কবিতাটা আমি আগেও
  ( ২৪-৬-২০১৪ ) তারিখে একবার পোষ্ট করেছি কিন্তু আশ্চর্যজনক ভাবে এ্যাডমিনের তালিকা থেকে কিভাবে উবে গেছে,
তাই আমি আবার একবার পোষ্ট করলাম নির্দেশিত তারিখের মধ্যে