আমি চললাম,রাত্রির কাছে
রেখে দিয়ে গেলাম
আমার ঠিকানা,
দিগন্তের কাছে
এঁকে দিয়ে গেলাম
পথের নিশানা
তুমি দেখে নিও।
যে চিঠি লিখেছি আমি
রাত জাগা রাতে
পাছে তা ধুয়ে মুছে যায়
নিশি ভাঙা প্রাতে
শিশির ভেজা ঘাসেতে,
রেখে গেলাম তাকে,তাই
চাঁদের জিম্মাতে,
তুমি খুঁজে নিও।
মনে রেখো,আমি ছিলাম
জীবনের যত হাসি গান
আমি তোমায় দিলাম,
পারো যদি,শুনে নিও
একটু সময় করে
একলা নীরব দুপুরে
চেনা অবসরে,
আমি চললাম।
_________