উচাটন মন করতে শরৎ
বার্ত্তা এনেছে দ্বারে
শারদোৎসবের এসেছে সময়
তার প্রস্তুতি ঘরে ঘরে
নীল ছেঁড়া মেঘগুলো সব
আকাশ জুড়ে ভাসে
হিমের পরশ সকালবেলা
শিশিরের কণা ঘাসে
বাতাসে ভাসে শিউলীর বাস
সাদা কাশফুল মাটীতে
ভুবন জুড়ে আনন্দধারায়
কাঠি পড়বে ঢাকেতে
হলুদ বরণ গাছের পাতা
আকাশে ভাসে চিল
কুলু কুলু ঠান্ডা স্রোতে
টইটম্বুর ঝিল
মিষ্টি মিষ্টি সকাল বেলা
মিষ্টি গোধূলি বেলা
তালদীঘিতে বসেছে ঐ
পানকৌরির মেলা
মিলিত কোরাস রাজহাঁসের
ঐ,তালদীঘিরই পারে
বেলাশেষে ক্লান্ত বলাকা
সার দিয়ে ঘরে ফেরে
আমলকী বন করবে এবার
পাতা খসানো সুরু
উদাস মনে বাউল নাচে
মন করে উড়ু উড়ু
----------------------