বাবার কোলে আহত মেয়ে.
হাসপাতালেতে যাচ্ছে ধেয়ে,
বুকে শেলের আঘাত নিয়ে,
রক্তাক্ত পোড়া দেহ নিয়ে,
একরাশ ঘৃণা সাথে নিয়ে,
পড়ছে ঠোঁটের কস্ বেয়ে,
ঐ ঘৃণ্য পাষন্ডদের প্রতি,
যারা,মানুষ নামের বেসাতি,
উড়ে এসে,বসেছে জুড়ে.
খেলছে হোলি,রক্ত নিয়ে,
শত নিরীহের প্রাণ নিয়ে,
সভ্যতার নাম ভাঁড়িয়ে।
ঐ যে দেখ,আসছে ভেসে,
বিস্ফোরণের রব,
ঐযে দেখ শোয়ানো আছে
মা বোনেদের শব,
ঝলসানো শিশু,বলে কেঁদে,
বাঁচবো তো বাবা আমি?
স্বজন হারানো কবরেই ওদের
কবর দেব আমি।
জাগছে শিশু ,তুমিও জাগো,
জেহাদ কর পূর্ণ,
সাম্রাজ্যবাদীর ধংসে হোক,
সাম্রাজ্যবাদ চূর্ণ।।
______________________