আকাশে  বাতাসে,দিকদিগন্তে,শাহবাগ,শাহবাগ ।
       সমাচার পাতা, সব  বেদখল,শাহবাগ,শাহবাগ ।।
      শাহবাগে মানে বজ্রমুষ্ঠি,দৃঢ় শপথের বিস্ফোরণ।
      শাহবাগ মানে, তারুণ্যে ভরা,চেতনার গণ জাগরণ।।
       শাহবাগ মানে ,লড়াই লড়াই,অগ্নিস্ফুলিঙ্গ প্রেরণা।
        শাহবাগ মানে,বাঁচার সানাই,উন্মেষ যুবচেতনা ।।
        শাহবাগ মানে,মুক্ত বায়ু,মুক্ত শ্বাস ও প্রশ্বাস।
        মুক্তির আস্বাদে ভরা ,স্বাধীনতার এক বিশ্বাস।।
        শাহবাগের মন্ত্র মানে,মুক্তির চির আরাধনাা।
        দেশমাতৃকার রক্ষাকবচ, ভক্তি ,শ্রদ্ধা,বন্দনা।।
        শাহবাগ মানে নতুন সূর্য্য,নতুন আকাশ,বাতাস।
        বিশ্বাসঘাতকের,রাজাকারের মরণের দীর্ঘশ্বাস্।।
         উদ্বেলিত উচ্ছাসে ভরা,শাহবাগের রাঙ্গা হাসি।
         জোটবদ্ধ জোরদার দাবী, রাজাকারদের ফাঁসি।।
         শাহবাগ মানে মিলন মেলা,ভেদাভেদের শেষ।
         ধর্ম্মের নিরপেক্ষতা আর মানবতার দরবেশ্।।
         শাহবাগের খুসবু,জেগেছে, প্রতিটা ঘ্রাণে,ঘ্রাণে।
         প্রতিটা যুব ও যুবাতে ,বাংলার কোণে কোণে।।
         শাহবাগ মানে একতা,শূচীতা, সাম্যের এক গান।
         আবাল বৃদ্ধ বণিতা,যুবর ঘুচে গেছে সব ব্যবধান।।
         শাহবাগ আজ বিশ্বনন্দিত, নবি ও রসুলের স্থান।
          কলমায় ও স্তবের মিলনক্ষেত্র,জনগণের প্রাণ।।
         _________________________
বিঃ দ্রঃ_ এই কবিতাটা আমি শাহবাগ আন্দোলন চলাকালিন,
সম্পাদক সমীপেষু,শাহবাগ আন্দোলন সমিতি,ঢাকা,বাংলাদেশ
__ এই ঠিকানায় পাঠিয়েছিলাম রেজিস্ট্রি করে,কিন্তু না প্রাপ্তিস্বীকার
পত্র আসল , না চিঠি সমেত কবিতাটা ফেরৎ আসল,কি হল বুঝলাম না।