ছিল হৃষ্টপুষ্ট বলিষ্ঠ এক ,নমনীয় শ্বেত অবয়ব,  
      কালচক্রে হয়ে গেল তা,জীর্ণ,শীর্ণ এক  শব
           নোনা বাতাস করল গ্রাস,তার রাঙ্বানো জীবন,
           সাদা রঙে,তামাটে প্রলেপে,হারাল ভরা যৌবন,
      সময়ের স্রোতে হারাল তার,জন্মগত নমনীয়তা,
       আচমকা হাতে,খন্ডে খন্ডে,কুঁচি কুঁচি হল পাতা,
              পর প্রজন্মের জন্য, রাখা বাবার, সখের সে বই
               জরার কবলে হারাল রূপ, বাবার সাধের সই
       সময়ের মালিন্যের ক্ষয়া দাগ,সাড়া শরীর জুড়ে
        হেমন্তের পাতার মত সব,পড়তে লাগল  ঝরে
               উই তার জ্ঞান বাড়াতে,কুরে কুরে খেল গিলে
                  সাধের বইএর জ্ঞানের সূর্য্য, গেল অস্তাচলে
          বিকোল শেষে অবহেলায়,ছেঁড়া কাগজের দরে,
           জমাট বাঁধা স্মৃতিগুলো সব ,চলে গেল মায়া ছেড়ে।
                  কালের স্রোতে,নিয়তির ফেরে,স্বজন হারা হল,
                   জ্ঞানের সূর্য্য অস্তের সাথে,জ্ঞানের তরীও ডুবল
____________________________________