ফুল ফোটে আপন খেয়ালে
        কাউকে কিছু না বলে
          সারা দিনভোর পাপড়ি মেলে
            রঙ্গীন  হাসি হাসতে
           নুইয়ে পড়ে সন্ধ্যা হলে
            কাউকে কিছু না বলে
              অন্যকে সুযোগ  দেবে বলে
                 সারা দিনভোর হাসতে
           যাবার আগে হৃদয় দিয়ে
               অন্য কুঁড়িকে শুভেচ্ছা দিয়ে
                  ঝরে পড়ে শেষ রাতে
                     গাছ থেকে মাটিতে
             দেখাতে নতুন ফুলের হাসি
                 নিজে ঝরে হয় বাসি
                    কোন মোহ নেই তার
                       আসন ধরে রাখতে

                           --------