আকুতি বলছে ওর
বলার আছে অনেক কথা
অবলা ঠোঁটের কাঁপুনিতে
যন্ত্রনার কথা
মুখ হয়েছে স্থবির কিন্তু
চাপা গোঙানিতে
চেয়েছে জ্বলে খাক্ হয়ে যেতে
সৃষ্টির জ্বালা জুড়োতে
সভ্যতার নগ্নতার প্রতিবাদে
সীমিত দিনের পুলিশ পাহারায়
গণধর্ষিতা কিশোরী
ছেড়েছে গ্রাম,ছেড়েছে তালুক
ছেড়েছে ঘরবাড়ি
শেষরক্ষা হয়নি তবুও
ভিন্ এলাকায়
মানরক্ষা তো দূর অস্ত্
বেঁচে থাকাটাই দায়
ওর পাশে নেই সেপাই সান্ত্রী
নেই বিদ্বসমাজ
হুমকীতে বেঁচে থাকা
নেই সহায় বা আশ্বাস
কিছুতেই ওরা পিছু ছাড়েনি
রেহাই দেয়না কাউকে
দয়া মায়া হারিয়ে ওরা
নিঙরে নেয় রূপকে
নিঙরে নেয় কিশোরীর যৌবন
কলিতে ওদের ঠাঁই এখনও
ওরা কলির দুঃশাসন
প্রশ্রয়ে চলে ওরা,প্রশ্রয়ে বলে
দেখো আমি বাড়ছি মামি
দেখো কতদূর নামি
---------------------------
বি দ্রঃ- মধ্যমগ্রামের ১৬ বছরের কিশোরীর গণধর্ষন ও অগ্নিদগ্ধ
হয়ে ( সাক্ষীর বিলোপ করতে ) মৃত্যুর পরিপ্রেক্ষিতে।