ভারশূন্য হয় বস্তু
           মহাশূন্যে গেলে,
                বিজ্ঞানে তাই বলে
         মন কিন্তু হয় তা
             আপন খেয়ালে
          না কোন বিধি,না কোন তত্ত্ব
          লাগে না মহাশূন্য,লাগে না দূূূরত্ব
          ভারাক্রান্ত হয় তা এইখানেই
           ভারশূন্যও হয় তা এইখানেই
                বাস্তবতার গভীরে।
            যখন খায় লুটোপুটি কল্পনার জগতে
             হয়ে পড়ে নির্ভার নিজেরই অজান্তে
              
            আশ্রয় নেয় একাকী সে
             কোলাহল থেকে সরে এসে
                  নির্জ্জন বেড়াজালে,
                বাধা পড়ে সারাজীবনের
                    প্রকল্পচিন্তায়
                  চরম ব্যস্ততায়,
                  কল্পনার মায়জালে।
              আসে খালি সাদাকালো ছবি
                   অঙ্কুরিত হয়ে,
             রূপ নেয় কাব্যে,কবিতায়
                    কবির হৃদয়ে
                জন্ম নেয় একটি কবিতা

                      মসীর লিখনে।
               ----------------------